Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ২ হোমিও দোকান সিলগালা, ৬০ হাজার টাকা জরিমানা


২৯ সেপ্টেম্বর ২০১৯ ২২:০২

নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অভিযান চালিয়ে ন্যাশনাল হোমিও হল ও জিয়া হোমিও হল নামের দুটি হোমিও দোকানকে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এবং লাইসেন্স না থাকায় এই শাস্তি দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন এই অভিযান পরিচালনা করেন। এসময় ৬০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় এবং লাইসেন্স না থাকায় জিয়া হোমিও হলকে ৩০ হাজার টাকা ও ন্যাশনাল হোমিও হলকে ২০ হাজার টাকা জরিমানা এবং দোকান দু’টি তাৎক্ষণিক সিলগালা করা হয়েছে।

এছাড়া নিত্যানন্দ ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জার্মান হোমিও হলের কার্যক্রম শতভাগ ঠিক থাকায় ভ্রাম্যমাণ আদালত তাকে ধন্যবাদ দেয়।

এসময় কোম্পানীগঞ্জ থানা পুলিশ আইনশৃঙ্খলায় সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত হোমিও দোকান হোমিও হল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর