ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জের বেস্ট টাইকুন (বিডি) এন্টারপ্রাইজ নামের একটি মোবাইল ফোন কারখানা থেকে ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শুল্ক গোয়েন্দার অতিরিক্ত মহাপরিচালক শামীমা আক্তারের নেতৃত্বে একটি গোয়েন্দা দল রূপগঞ্জে বেস্ট টাইকুন (বিডি) এন্টারপ্রাইজের ওয়্যারহাউজে অভিযান চালিয়ে মাহাজং নামের ক্যাসিনো বোর্ড ও অনান্য সরঞ্জাম উদ্ধার করে।
রোববার রাতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোবাইল ফোন কারখানার কাঁচামাল আমদানির মিথ্যা ঘোষণা দিয়ে এসব সরঞ্জাম চীন থেকে আমদানি করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা মহাপরিচালক আরও জানান, মাহাজং বা কোনো ধরনের ক্যাসিনো সরঞ্জামের সঙ্গে মোবাইল ফোনের কাঁচামালের কোনো সম্পর্ক নেই। তারা এগুলো আমদানির সময় মিথ্যা ঘোষণা দিয়ে আগাম মূল্য সংযোজন কর (অ্যাডভান্সড ট্রেড ট্যাক্স, এটিভি) অব্যাহতি সুবিধা নিয়ে শুল্ক ফাঁকি দিয়েছে।
প্রসঙ্গত, হংকং ও ম্যাকাওয়ের ক্যাসিনোগুলোতে জুয়া খেলার জন্য মাহাজং বহুল প্রচলিত।