একদিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বাড়ল ৪৫ টাকা
৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৫
হিলি: পেঁয়াজ রফতানির ক্ষেত্রে ভারতের নিষেধাজ্ঞার পর হিলি স্থলবন্দরের পাইকারি ও খোলা বাজারে দ্বিগুণ বেড়েছে আমদানি করা পেঁয়াজের দাম। সোমবার (৩০ সেপ্টেম্বর) খোলা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা কেজি দরে। একদিন আগেই এই পেঁয়াজ বিক্রি হয়েছিল ৪৬ থেকে ৫০ টাকা কেজি দরে।
গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বাংলাদেশে পেঁয়াজ রফতানির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি করে। এরপর দুপুরেই হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ১৫টি ট্রাকে ৩৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নাসিক, পাটনা, ইন্দুর, সাউথ জাতের আগে আমদানি করা পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। ভারত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করার পরেই হিলিতে পাইকারি ও খুচরা বাজারে লাগামহীনভাবে বাড়তে থাকে পেঁয়াজের দাম। রোববার সকাল থেকে হিলির পাইকারি ও খুচরা বাজারে প্রকারভেদে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৬ থেকে ৫০ টাকা কেজি দরে, সেই পেয়াঁজ সন্ধ্যার দিকে বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে। আর সোমবার (৩০ সেপ্টেম্বর) খোলা বাজারে বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা কেজি দরে।
হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন সারাবাংলাকে জানান, ভারত সরকার রফতানি মূল্য বৃদ্ধি করার পরেও হিলি স্থলবন্দর দিয়ে আমরা পেয়াঁজ আমদানি অব্যাহত রেখেছিলাম। পূজার বন্ধের কথা মাথায় রেখে আমরা ব্যাপক পরিমাণে ভারতে এলসি করেছি, হঠাৎ করে ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করায় আমরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছি।
পাইকার ও সাধারণ ক্রেতারা জানান, হঠাৎ করে বন্দর এলাকায় পেয়াঁজের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে তাদের। সঙ্গে পেঁয়াজের ঊর্ধ্বমূখী ঝাঁজে চোখে পানি ঝরছে সাধারণ ক্রেতাদের। নাগালের বাইরে চলে গেছে পেঁয়াজের দাম।