ক্যাসিনো ইস্যু: অবৈধ সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধান করবে দুদক
৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:১৩
ঢাকা: ক্যাসিনো ব্যবসার আড়ালে যারা অবৈধ সম্পদের মালিক হয়েছেন তাদের তথ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুদকের নির্ভরশীল একটি সূত্র সারাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ক্যাসিনো হোতাদের অবৈধ সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানে তদারকি কর্মকর্তা হিসেবে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। আর তদন্ত কর্মকর্তা হিসেবে মহাপরিচালক (বিশেষ তদন্ত) সাঈদ মাহবুবকে নিয়োগ দিয়েছে কমিশন।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীতে শুরু হয়েছে ক্যাসিনোবিরোধী অভিযান। এরই মধ্যে অবৈধ এই ব্যবসার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেফতারও করেছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।