Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে যুবদল নেতা আটক, বোমা ও গুলি জব্দ


৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৯:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুর: অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য রাখার অভিযোগে লক্ষ্মীপুর থেকে ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বুলেটকে আটক করা হয়েছে। পুলিশ ধারণা করছে, নাশকতার উদ্দেশ্যে এগুলো মজুদ করা হয়েছিল।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের পালের হাট এলাকা থেকে বুলেটকে আটক করা হয়। তার বাড়িতে তল্লাশি চালালে ২০টি হাত বোমা ও শর্টগানের ২৫ রাউন্ড গুলি পাওয়া যায়।

মাহফুজুর রহমান বুলেটের বাড়ি হামছাদি ইউনিয়নে। তার বাবার নাম নূরুল আলম। লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা তথ্য পেয়েছিলাম অস্ত্র ও গুলি নিয়ে মাহফুজুর রহমান তার বাড়িতে রয়েছে। অস্ত্রসহ তাকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বড় ধরনের নাশকার উদ্দেশ্যে বোমা এবং গুলি মজুদ করা হয়েছিল।

বিজ্ঞাপন

গুলি বোমা যুবদল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর