বিহারে বন্যা, ফারাক্কা বাঁধের সব গেট খুলে দিয়েছে ভারত
৩০ সেপ্টেম্বর ২০১৯ ২০:৪৭
অবিরাম বৃষ্টিতে ভারতের উত্তর প্রদেশ ও বিহারে সৃষ্টি হওয়া ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দিয়েছে ভারত। রোববার (২৯ সেপ্টেম্বর) কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে দ্রুত পানি নেমে গিয়ে ভারতের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। খবরে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এদিকে, ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দেওয়ার কারণে বন্যা ঝুঁকিতে আছে মুর্শিদাবাদ ও বাংলাদেশ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) গঙ্গা ছাড়াও ফুলহর, মহানন্দা ও কালিন্দী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একাধিক জায়গায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে।
বন্যায় ভারতে মৃতের সংখ্যা দেড়শ ছাড়িয়ে গেছে। মধ্য রাজস্থানেও বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাটালিপুত্রের সংসদ সদস্য রবি শংকর প্রসাদের অনুরোধে কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে।