Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেফতার ৮


১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:২৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট 

ময়মনসিংহ: ময়মনসিংহে প্রশ্নফাঁসের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে তিন পরীক্ষার্থী ও পাঁচজন অভিভাবক রয়েছে।

রোববার দুপুরে সংবাদ সম্মেলনে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান এ সব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ময়মনসিংহ জিলা স্কুলের গেটে পরীক্ষা শুরু হওয়ার পূর্বে ইসরাত জাহান নামে এক নারীকে কয়েকজন পরীক্ষার্থী নিয়ে জটলা করতে দেখা যায়। পরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নারীকে স্কুলের ভিতর নিয়ে তার মোবাইলে থাকা গণিত পরীক্ষার প্রশ্ন হুবুহু মিল হওয়ায় তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে ওই নারী প্রশ্নপত্র ফাঁসের কথা স্বীকার করেন এবং তার দেয়া তথ্যে সদর উপজেলার দাপুনিয়া কাওয়ালটি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে খাইরুল ইসলাম (১৬), জাকারিয়া (১৬) ও ফজলে রাব্বি (১৬) নামের তিন পরীক্ষার্থীকে আটক করে। ওই স্কুল থেকে আরিফুল ইসলাম, রাকিব মিয়া ও রফিকুল ইসলাম নামে তিন অভিভাবককে আটক করা হয়। পরে সদর উপজেলার সুতিয়াখালী বড় বিলার পাড় রাজবালা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে সৌরভ বর্মন নামে আরো এক অভিভাবককে আটক করা হয়। এদের কাছ থেকে মোবাইল মেসেঞ্জারে পরীক্ষার প্রশ্নে হুবহু মিল পাওয়া গেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর