Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘ সম্মেলন শেষে ঢাকায় প্রধানমন্ত্রী


১ অক্টোবর ২০১৯ ০৬:৩৯ | আপডেট: ১ অক্টোবর ২০১৯ ০৯:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে নিউ ইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবুধাবিতে যাত্রাবিরতির পর সোমবার (১ অক্টোবর) ভোরে হযরত শাহ জালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারি বিমান বাংলাদেশের একটি ফ্লাইট।

জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগ দিতে গত ২০ সেপ্টেম্বর নিউইয়র্ক যান প্রধানমন্ত্রী। টানা ৮ দিনের সফরে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে বাংলায় ভাষণ দেন এবং জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উন্নয়নের জন্য অংশগ্রহণমূলক অর্থায়ন বিষয়ক জাতিসংঘের স্পেশাল এডভোকেট ডাচ রানী ম্যাক্সিমা ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের বিল গেটসের সঙ্গেসহ বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকসহ ব্যস্ত সময় কাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

বিজ্ঞাপন

আরও পড়ুন: দেশের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর