বন্যপ্রাণী বন্দি করে থানা যুবলীগ সভাপতির ছেলে আটক
১ অক্টোবর ২০১৯ ১৮:৪৯
বগুড়া: বন্যপ্রাণী তক্ষক বন্দি রাখার অপরাধে বগুড়ার শেরপুর থানা যুবলীগ সভাপতির ছেলে মো. শামসুজ্জোহা বিন তারেক নিয়নকে (২০) আটক করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা জানিয়েছেন, নিয়ন ও তার সহযোগীরা দীর্ঘ দিন থেকে এই কাজ করে আসছিল।
এর আগে সোমবার রাতে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি অভিযানিক দল তিনজনকে আটক করে। এসময় শেরপুরের বারদুয়ারীপাড়ার খানপুর থেকে ৫টি তক্ষক উদ্ধার করা হয়। আটক অন্য দু’জন হলেন— চকধলী গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে মো. নূরুন্নবী (৫০), মির্জাপুরের মো. শুকুর আলী শেখ ছেলে মো. মাকেজ আলী শেখ (৩২)।
র্যাব-১২’র কোম্পানি কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান বলেন, আমরা খবর পেয়েছিলাম শেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলামের পাঁচতলা ভবনের চর্তুথ তলায় পাঁচটি তক্ষক বন্দি রাখা হয়েছে। শেরপুর যুবলীগ সভাপতি মো. তারিকুল ইসলাম তারেকের ছেলেও এর সঙ্গে জড়িত। আসামিদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।