Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেঁয়াজের বাজারে ‘আগুন’, নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত


১ অক্টোবর ২০১৯ ১৯:৩৮

রাঙ্গামাটি: দেশের বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম। ক্রেতা ও খুচরা বিক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ী সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করায় আকাশ ছুঁয়েছে দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটিতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে শহরের রিজার্ভ বাজার, তবলছড়ি ও বনরূপা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম।

তিনি সারাবাংলাকে বলেন, অসাধু ব্যবসায়ীরা যেন বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করতে না পারে সেই জন্য আমাদের এই অভিযান। শহরের বনরূপা বাজারে একটি দোকানে বেশি দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে দোকানিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রিজার্ভ বাজার ও তবলছড়ি বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। তবে তাদেরও সতর্ক করা হয়েছে।

কোনো বিক্রেতা বেশি পেঁয়াজের বেশি দাম নিলে প্রশাসনকে জানাতে অনুরোধ করেছেন সিরাজুল ইসলাম।


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর