জ্যাক শিরাকের মৃত্যু বিশ্বের অপূরণীয় ক্ষতি: পররাষ্ট্রমন্ত্রী
১ অক্টোবর ২০১৯ ২০:১২
ঢাকা: ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকায় ফ্রান্সের দূতাবাসে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন রোধ এবং শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে ফ্রান্সসহ সারা বিশ্বের অপূরণীয় ক্ষতি হলো।
এছাড়া ড. মোমেন বলেন, বাংলাদেশে ভয়াবহ বন্যার সময় ফ্রান্সের প্রয়াত এই প্রেসিডেন্ট আমাদের পাশে ছিলেন।
এছাড়া সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাকের শোকসন্তপ্ত পরিবার এবং ফ্রান্সের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী।