Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবিলম্বে চাকসু নির্বাচন চায় ছাত্র ইউনিয়ন


১ অক্টোবর ২০১৯ ২১:৩০

চট্টগ্রাম ব্যুরো: অবিলম্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন চবি শাখা। চাকসু নির্বাচনের দৃশ্যমান অগ্রগতি হওয়াকে গুরুত্বপূর্ণ মনে করছে সংগঠনটি।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ক্যাফেটেরিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় চবি ছাত্র ইউনিয়নের সভাপতি গৌঁরচাদ ঠাকুর অপু এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গৌঁরচাদ ঠাকুর অপু বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক রাজনীতি ও মুক্তবুদ্ধির চর্চার অভাব রয়েছে। এজন্য আমরা অবিলম্বে চাকসু নির্বাচন চাই। এরই মধ্যে চাকসু নির্বাচন নিয়ে দৃশ্যমান অগ্রগতি দেখা গেছে। গণতান্ত্রিক চর্চার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক পদক্ষেপ।

সাধারণ সম্পাদক নূরে আশরাফী নিতুর সঞ্চালনায় গৌঁরচাদ ঠাকুর অপু মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।

তিনি আরও বলেন, কমিটি নির্বাচিত হওয়ার পর লাখো শহীদের রক্তের নামে আমরা শপথ নিয়েছি। এই শপথ ক্যাম্পাসের সব অন্যায়, অবিচারের বিরুদ্ধে আমাদের আন্দোলনের শপথ। আগামী দিনগুলোতে আবাসন, পরিবহনসহ সব সমস্যার সমাধানে আন্দোলনের কর্মসূচি দেবে ছাত্র ইউনিয়ন। এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল সংগঠনগুলোকে পাশে পাব বলে আশা করছি।

সংগঠনের সহসভাপতি মাহবুবা জাহান রুমি বলেন, আমরা ছাত্রদের অধিকার আদায়ে সংগ্রাম করি। অন্যায়, অবিচারের বিরুদ্ধে আন্দোলন করি। আমরা সব প্রগতিশীল ছাত্রসংগঠন একাত্ম হয়ে মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন করব।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সহসভাপতি উজ্জ্বল চৌধুরী মারমা, সাংগঠনিক সম্পাদক প্রত্যয় নাফাক, বিশ্ববিদ্যালয় শাখা পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সভাপতি আশুতোষ চাকমা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক সায়মা আক্তার মিশু, সদস্য নুসরাত হক চেরি ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন চবি শাখার দফতর সম্পাদক শুক্লা চাকমা।

বিজ্ঞাপন

চবি ছাত্র ইউনিয়ন চাকসু চাকসু নির্বাচন ছাত্র ইউনিয়ন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর