Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩৫ টাকা


২ অক্টোবর ২০১৯ ১৫:৩৫ | আপডেট: ২ অক্টোবর ২০১৯ ১৮:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি: দেশের বিভিন্ন স্থানে বাজার মনিটরিং এর প্রভাব পড়েছে হিলি স্থলবন্দরে। সেখানকার পাইকারি বাজারগুলোতে প্রতিকেজি পেঁয়াজে দাম কমেছে ৩০ থেকে ৩৫ টাকা। আর খুচরায় কমেছে ৪০ টাকা পর্যন্ত।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভারত সরকার রফতানি বন্ধের ঘোষণার পরপরই দেশের বাজারে পেঁয়াজের দাম লাগামহীনভাবে বাড়তে থাকে। সেই সঙ্গে হিলি বন্দরের আড়তগুলো পেঁয়াজ বিক্রি বন্ধ করে দেয়।

সম্প্রতি পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন স্থানে মজুতদার ও আড়ৎদারদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। এর প্রভাব পড়েছে হিলি স্থলবন্দরের আড়তগুলোতে। কমতে শুরু করেছে আমদানি করা পেঁয়াজের দাম।

বিজ্ঞাপন

আড়তগুলো ঘুরে দেখা যায়, পাইকারি ও খোলা বাজারে যে পেঁয়াজ রবি, সোম ও মঙ্গলবার বিক্রি হয়েছে ৯০ থেকে ১১০ টাকা দরে, সেই পেঁয়াজ বুধবার (২ অক্টোবর) সকাল থেকে বন্দরের আড়তগুলোতে প্রকারভেদে কেজি প্রতি ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আর এতে খুশি বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা।

আড়তগুলোতে দাম কমার সঙ্গে সঙ্গে বন্দর এলাকার খোলা বাজারেও পেঁয়াজের কেজিতে কমেছে ৩০ থেকে ৩৫ টাকা। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে বন্দরের আড়তগুলোতে মজুদ করা পেঁয়াজ যদি বাজারে ছাড়া হয় এবং প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানো হয় তবে দাম আরও স্বাভাবিক হয়ে আসবে এমনটাই আশা করছেন সাধারণ ক্রেতারা।

হিলি স্থলবন্দরের আড়তদাররা জানান, রফতানি বন্ধ ঘোষণার পরপরই বন্দরের বেশিরভাগ আড়ত বন্ধ ছিল। সেই সঙ্গে বেড়েছিল ক্রেতা সমাগম। দুই একটি আড়ত খোলা থাকায় বেশি দামে বিক্রি হয়েছে পেঁয়াজ। তবে সব আড়ত বুধবার খোলা রাখায় পেঁয়াজের দাম কমে এসেছে বলে জানান তারা। তারা আরও জানান, আমদানিকারকরা আমাদের বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে বলেছেন, তাই আমরা বেশি দামে পেঁয়াজ বিক্রি করেছি। আজ তারা কম দামে বিক্রি করতে বলেছে আমরা তাই কম দামে বিক্রি করছি।

বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না এ বিষয়ে ফোনে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বাজার মনিটরিং এর জন্য নির্দেশনা আমাদের কাছে আছে। বুধবার দিনাজপুর সদরে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সঙ্গে হিলি স্থলবন্দরের আমদানিকারকদের বৈঠক চলছে। সেই বৈঠকে যদি ব্যবসায়ীরা কম দামে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেয় তাহলে বাজার মনিটরিং এর প্রয়োজন হবে না। তবে যদি কম দামে বিক্রি না করে সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হবে।

পেঁয়াজ পেঁয়াজের দাম কমছে হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর