Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার, ১৫ ভারতীয় জেলে কারাগারে


২ অক্টোবর ২০১৯ ১৭:১৬

বাগেরহাট: অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকারের সময় আটক ১৫ ভারতীয় জেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত এই আদেশ দেন।

এর আগে গতকাল রাতে নৌবাহিনীর পক্ষ থেকে আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়। বাহিনীর পেটি অফিসার মো. আবুল মঞ্জুর বাদী হয়ে তাদের বিরুদ্ধে ১৮৯৩ সালের সামুদ্রিক মৎস্য অধ্যাদেশের ২২ ধারায় মামলা দায়ের করেন। মোংলা থানার পরিদর্শক (তদন্ত) তুহিন মণ্ডল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

গত ৩০ সেপ্টেম্বর বিকেল ৩টায় মোংলা বন্দরের ৯০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে নৌবাহিনীর টহলরত জাহাজ বিএনএস নিশান ভারতীয় জেলেদের আটক করে। এসময় তাদের ফিশিং ট্রলার ‘এফবি মা-লক্ষ্মী’ জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন— কিরণ দাস (৬৫), ভোলানাথ দাস (৬০), সোনারাম দাস (৫১), আনন্দ দাস (৫০), বিমল দাস (৪৮), কার্ত্তিক দাস (৪৫), বাবুল সরকার (৪২), উত্তম দাস (৩৫), রাজেশ দাস (৩৩), বাসুদেব দাস (৩০), উত্তম দাস (২৬), নেপাল দাস (২৬), সূর্য্য দাস (২৬), মিন্টু দাস (২৫) এবং পিল্টন দাস (২৩)। তাদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁকদ্বীপ উপজেলার বিভিন্ন গ্রামে।

বাগেরহাট আদালতের পুলিশ পরিদর্শক দিলিপ কুমার সরকার বলেন, আটক ১৫ জন ভারতীয় জেলেকে গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে নেওয়া আদেশ দেন।

ভারতীয় জেলে কারাগারে

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর