Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালিতে সংঘর্ষ: ২৫ সৈন্য ও ১৫ জঙ্গির মৃত্যু


২ অক্টোবর ২০১৯ ১৭:২৫ | আপডেট: ২ অক্টোবর ২০১৯ ১৭:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালির দুটি সেনাঘাঁটিতে পৃথক জঙ্গি হামলায় অন্তত ২৫ সৈন্যের প্রাণহানি হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬০ জন। অপরদিকে সৈন্যরা ১৫ জঙ্গিকে হত্যা করেছে বলে জানিয়েছে মালি সরকার। খবর বিবিসির।

গত ৩০ সেপ্টেম্বর জঙ্গিরা বোলকাসি ও মনডোরোর সেনাঘাঁটিতে হামলা চালায়। এতে অনেক সেনা-সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়।

হামলার পর মালির বহিনী ফ্রেঞ্চ সৈন্যদের সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালাচ্ছে। অভিযানে আরও আছে পার্শ্ববর্তী দেশ বুরকিনা ফাসোর সৈন্যরা।

২০১২ সাল থেকে মালি জিহাদি তৎপরতা ও সংখ্যালঘু সংঘর্ষের শিকার হচ্ছে। ইসলামি জঙ্গিরা দেশটির উত্তরাঞ্চল দখল করে নিলে ফরাসি সৈন্যরা সামরিক হস্তক্ষেপ চালায়।

বিজ্ঞাপন

পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসো, চাদ, নাইজার ও মৌরতানিয়াকে ফ্রান্স যেকোনো চরমপন্থার বিরুদ্ধে সামরিক সহায়তা দিয়ে থাকে। এই অংশীদারিত্ব জি৫ সাহেল নামে পরিচিত। জি৫ সাহেল এই হামলার জন্য ‘আনসারুল ইসলামকে’ অভিযুক্ত করেছে।

জঙ্গি হামলা মালি সহিংসতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর