Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তাগাছায় মণ্ডপে হামলা, প্রতিমা ভাঙচুর


২ অক্টোবর ২০১৯ ১৭:৫১ | আপডেট: ২ অক্টোবর ২০১৯ ২০:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় দুর্গাপূজার মণ্ডপে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তারা মণ্ডপে থাকা সবগুলো প্রতিমা ভেঙে ফেলে।

বুধবার (২ অক্টোবর) ভোরে উপজেলার ঈশ্বরগ্রামে এই দুর্বৃত্ত হামলার কথা জানা যায়। পুলিশের ধারণা, মঙ্গলবার দিনগত গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে।

মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। প্রাথমিক তদন্ত শেষে এদিন দুপুরে তিনি জানান, প্রতিবছর স্বর্গীয় পুষ্প পূজা সংঘ ঈশ্বগ্রামে সার্বজনীন শারদীয়া দুর্গাপূজার আয়োজন করে। গত রাতেও সাড়ে ৩টা পর্যন্ত প্রতিমা শিল্পীরা কাজ করে বাড়ি চলে যান। ভোরে স্থানীয়রা দেখতে পান মণ্ডপে গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী ও অসুরের প্রতিমা ভাঙা— মাটিতে পড়ে আছে।

বিজ্ঞাপন

স্বর্গীয় পুষ্প পূজা সংঘের সাধারণ সম্পাদক মনোজ কুমার দে জানান, সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবর্ণা সরকার, মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ ঘোষ বাপ্পী, পৌরসভার প্যানেল মেয়র রিয়াজ উদ্দিন সিরাজ, কাউন্সিলর মির্জা আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রতিমা ভাঙচুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর