Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ালটন টিভিতে ৭৬ শতাংশ প্রবৃদ্ধি, ৫২ ব্যক্তি-প্রতিষ্ঠান পুরস্কৃত


২ অক্টোবর ২০১৯ ২১:৩৭

ঢাকা: ‘টিভি ব্র্যান্ডিং অ্যান্ড সেলস অ্যাওয়ার্ড’ প্রোগ্রাম-এর আওতায় ওয়ালটন টিভি বিক্রির সাফল্যের ভিত্তিতে ৩০ জন এরিয়া ও জোনাল ম্যানেজারকে পুরস্কৃত করেছে ওয়ালটন। পাশাপাশি ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোরের আওতায় টিভির সৃজনশীল ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনা করায় ১১ জন এরিয়া ম্যানেজার ও ১১টি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে ‘বেস্ট ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড’।

মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ওই অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন ওয়ালটন গ্রুপের ভাইস-চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী ও পরিচালক রাইসা সিগমা হিমা।

বিজ্ঞাপন

এর ফলে চলতি বছরের গত নয় মাসে ওয়ালটন টিভি বিক্রিতে ৭৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলেও জানানো হয়।

অনুষ্ঠানে এস এম নূরুল আলম রেজভী বলেন, ‘ওয়ালটনের টিভি ম্যানুফ্যাকচারিং ইউনিটে রয়েছে দেশের অন্যতম বৃহৎ গবেষণা ও উন্নয়ন বিভাগ। সেখানে মেধাবী, দক্ষ ও প্রশিক্ষিত প্রকৌশলীরা টেলিভিশন খাতের লেটেস্ট প্রযুক্তি নিয়ে নিয়মিত গবেষণা চালাচ্ছেন। এরই প্রেক্ষিতে ওয়ালটন গ্রাহকদের হাতে তুলে দিচ্ছে আগামী প্রজম্মের কোয়ান্টাম ডট প্লাস প্রযুক্তির স্পেকট্রা কিউ, বাংলা ভয়েস কন্ট্রোল স্মার্ট টিভি, জিরো বেজেল ডিসপ্লের মতো অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ টেলিভিশন।’ এছাড়া আগামী বছরের শুরুতেই ওয়ালটন এলইডি প্রযুক্তির টেলিভিশন বাজারে ছাড়বে বলেও জানান তিনি।

রাইসা সিগমা হিমা বলেন, ‘গত বছরের টিভি বিক্রির পরিমাণ এ বছরের প্রথম সাত মাসেই অর্থাৎ জুলাইয়ের মধ্যে ছাড়িয়ে গেছে। এছাড়া জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই নয় মাসে গত বছরের একই সময়ের চেয়ে ৭৬ শতাংশ বেশি টেলিভিশন বিক্রি হয়েছে। এরইমধ্যে বার্ষিক লক্ষ্যমাত্রার প্রায় ৮৬ শতাংশ টিভি বিক্রি হয়েছে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, এমদাদুল হক সরকার, এস এম জাহিদ হাসান, মো. হুমায়ুন কবীর, মোহাম্মদ রায়হান, ড. মো. সাখাওয়াৎ হোসেন, আরিফুল আম্বিয়া, আমিন খান, টিভি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী মোস্তফা নাহিদা হোসেন, টিভি মার্কেটিং ইনচার্জ মারুফ হাসান, টিভির প্রোডাক্ট ম্যানেজার তানবির মাহমুদ শুভসহ অনেকে।

ওয়ালটন বিক্রয় মার্সেল ম্যানেজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর