ভারতে ইলিশ রফতানিতে বরিশালে বাজার চড়া
৩ অক্টোবর ২০১৯ ০৮:০০
বরিশাল: দুর্গাপূজা উপলক্ষে সরকার ভারতে ইলিশ রফতানির ঘোষণা দেওয়ায় বরিশালের পোর্ট রোড পাইকারি বাজারে এই মাছের দর অনেকটাই বেড়ে গেছে। ভারতের প্রায় ১৪ হাজার মণ চাহিদার বিপরীতে বরিশাল থেকে এ পর্যন্ত দুই হাজার মণ ইলিশ সেখানে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এদিকে ভরা মৌসুমে ইলিশের আমদানি চার থেকে পাঁচগুণ বাড়লেও বাজার দর তেমন একটা কমেনি। এতে স্থানীয় সাধারণ ক্রেতারা ইলিশ কিনতে হিমশিম খাচ্ছে।
বাজার ঘুরে দেখা গেছে, মধ্য জুনে ইলিশ রফতানি বন্ধ ঘোষণার পর বরিশালের পোর্ট রোডে মাছটির সরবরাহ কমতে থাকে। তবে সম্প্রতি সরকার এক সপ্তাহের জন্য ভারতে ইলিশ রফতানির ঘোষণা দেওয়ায় পোর্ট রোডের আড়ৎগুলোতে মাছটির সরবরাহ অনেক বেড়েছে। বর্তমানে এখানে এক কেজি সাইজের ইলিশ ৯৫০ টাকা, রফতানিযোগ্য সাইজের (৬০০-৯০০ গ্রাম) ইলিশ ৭৫০ টাকা আর আধা কেজির ইলিশ পাঁচশ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে ইলিশ কিনতে এসেছেন মোবারক হোসেন। তিনি জানান, চার বা পাঁচ দিন আগেও ইলিশের দাম সহনীয় ছিল। এখন দর অনেক বেড়ে গেছে। কেনার সাধ্য নেই। আবার ইলিশের দর বাড়ার কারণে অন্যান্য মাছের দরও বাড়তির দিকে।
মাছ ব্যবসায়ী ইয়ার হোসেন বাচ্চু বলেন, ‘ভারতে ইলিশ রফতানি হলে লাভ বেশি হয়। তবে স্বল্প সময়ের জন্য এবং মাত্র একজন এজেন্টের মাধ্যমে ইলিশ রফতানির সুযোগ দেওয়ায় এবার খুব একটা লাভ হবে না।’
বরিশাল মৎস্য আড়ৎদার অ্যাসোসিয়েশনের সভাপতি অজিত কুমার দাস বলেন, ‘ইলিশ রফতানিতে ব্যবসায়ীদের অসুবিধা নেই। পূজা উপলক্ষে প্রতি বছর ইলিশের বাজার চড়া থাকে। এবারও ক্রেতাদের বাড়তি দামে ইলিশ কিনতে হচ্ছে।’
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা ড. বিমল চন্দ্র দাস বলেন, ‘ইলিশ রফতানি হলে দাম বাড়ে। এতে জেলেদের সুবিধা হয় এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হয়।’
ইলিশের উৎপাদন বাড়লে দাম স্থানীয় ক্রেতাদের সাধ্যের মধ্যে চলে আসবে বলে জানান এই কর্মকর্তা।
সারাবাংলা/পিটিএম/টিএস