নিজ বাসায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ, পরিবারের দাবি হত্যা
৩ অক্টোবর ২০১৯ ১৩:৪০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ছাত্রীর পরিবারের দাবি, তাকে হত্যা করে মৃতদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে।
বুধবার (৩ অক্টোবর) রাতে নগরীর বন্দর থানার দক্ষিণ-মধ্যম হালিশহরের কুড়িপুকুর পাড় এলাকার খান টাওয়ারের নিচতলার একটি ফ্ল্যাট থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত রেবেকা সুলতানা পলি (১৩) মালয়েশিয়া প্রবাসী ফিরোজ খানের মেয়ে। তার মা সিইপিজেডে একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায়। চট্টগ্রাম নগরীর দক্ষিণ মধ্যম হালিশহর এলাকায় খান টাওয়ারের পাশে সিটি করপোরেশন পরিচালিত একটি স্কুলের ছাত্রী ছিলেন পলি।
পলির বড় ভাই সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজের শিক্ষার্থী রাসেল খান রানা সারাবাংলাকে বলেন, ‘আমাদের বাসায় সামনে-পেছনে ২টা দরজা আছে। বাসায় পলি একা ছিল। আমি সন্ধ্যা সাতটার দিকে টিউশনি থেকে ফিরে অনেকবার কলিংবেল বাজালেও কেউ দরজা খুলছিল না। এ সময় সামনের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে পেছনের দরজায় গিয়ে ধাক্কাধাক্কি করলেও সেটিও ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। এরপর আমি পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে পলিকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ফ্যানের হুকের সঙ্গে ঝুলতে দেখি। এসময় আমি দ্রুত সামনের দরজার কাছে গিয়ে দেখি, সেটি খোলা। মুহূর্তের মধ্যেই হয়তো কেউ দরজা খুলে পালিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘সামনের দরজার কাছে পুরুষের ব্যবহার করা এক জোড়া জুতা পড়ে ছিল। বাসার ভেতরে যদি কেউ না থাকত, তাহলে দরজাটা কে খুলল? এজন্য আমাদের সন্দেহ হচ্ছে কেউ তাকে হত্যা করে মৃতদেহ ঝুলিয়ে রেখে গেছে।’
কাউকে সন্দেহ করছেন কি না জানতে চাইলে রানা বলেন, ‘বাসার পাশে স্কুল। কেউ তাকে কখনো ডিস্টার্ব করত বলে শুনিনি। তবে বাসায় সবসময় একা থাকত। সেটাকে কেউ কাজে লাগিয়েছে কি না, সেটা পুলিশ তদন্ত করে দেখুক।’
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী সারাবাংলাকে বলেন, ‘খবর পেয়ে রাতে গিয়ে আমরা ঝুলন্ত অবস্থা থেকে মৃতদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে আত্মহত্যা ছাড়া অস্বাভাবিক কিছু পাইনি। তবে পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত বোঝা যাবে।’