Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিশংসন ইস্যুতে ডেমোক্র্যাটদের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প


৩ অক্টোবর ২০১৯ ১৫:০৪

হোয়াইট হাউজের কাছে ইউক্রেন সংক্রান্ত তথ্যাদি দাবি করায় কংগ্রেসের ডেমোক্র্যাটদের ওপর ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অসৎ ও দেশদ্রোহী হিসেবেও ডেমোক্র্যাটদের আখ্যা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়েছে।

অভিশংসন প্রস্তাব আনতে চলতি সপ্তাহে হাউজের কয়েকটি কমিটি সরকারি দলিলপত্রের তলব করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ফোনালাপের সূত্র ধরে এই তদন্ত হচ্ছে।

ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনোসিটোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প তার বক্তব্যে সম্ভাব্য ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনকে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেন। ট্রাম্প আরও বলেন হাউজের গোয়েন্দা কমিটির চেয়ারম্যানের উচিৎ পদত্যাগ করা।

ডোনাল্ড ট্রাম্প


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর