Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুটপাতে বসতে না দিলে রোববার থেকে কঠোর আন্দোলন হকারদের


৩ অক্টোবর ২০১৯ ১৫:৩৮ | আপডেট: ৩ অক্টোবর ২০১৯ ১৫:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দুয়েকদিনের মধ্যে ফুটপাতে বসার সুযোগ না দিলে রোববার (৬ অক্টোবর) থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে সংগঠনটির নেতারা এ ঘোষণা দেয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা থেকে হকার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। পরে তারা মিছিল করে রাজধানীর মুক্তাঙ্গনে যায়।

সমাবেশে হকার্স নেতারা বলেন, আমরা দুইদিনের সময় দিতে চাই৷ শুক্রবার ও শনিবারের মধ্যে তাদের সিদ্ধান্ত নিতে হবে। যদি সিদ্ধান্ত না আসে আগামী রোববার থেকে কাফনের কাপড় পরে রাস্তায় বিক্ষোভ করব। রোববার থেকে দুর্বার আন্দোলনে ঝাপিয়ে পড়ব।

বিজ্ঞাপন

হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকান্দার হায়াৎ বলেন, ‘পুরনো ঢাকার হকারদের উচ্ছেদ করার পর তাদের পুনর্বাসন করতে স্থানীয় এমপি থেকে শুরু করে কাউন্সিলদের দ্বারে দ্বারে ঘুরেছি। তারাও আমাদের কান্নার সাথে কান্না করেন। কিন্তু হকারদের দুর্দশা দেখে কান্নাকাটি করলেও তাদের ভাগ্যের পরিবর্তনে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।’

তিনি আরও বলেন, ‘হকারদের নিয়ে রাজনীতির চেষ্টা করবেন না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সংশ্লিষ্ট মহলকে আমরা দুদিনের সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে হকারদের ফুটপাতে বসার সুযোগ দেওয়া না হলে ঢাকার রাস্তায় বিক্ষোভ করব। সাদা কাপড় পরে আমরা রাস্তায় নামব।

বাংলাদেশ হকার্স ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক আজমত আলী বলেন, ‘পৃথিবীতে আন্দোলন ছাড়া কোনো কিছু আদায় হয় না। আমাদের দাবি আদায়েও আন্দোলন জোরদার করতে হবে। হকারদের যদি নির্যাতন করা হয় তাহলে আন্দোলন আরও তীব্র হবে।’

বাংলাদেশ হকার্স ইউনিয়ন কোতোয়ালি শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান পাটোয়ারী বলেন, ‘রুটি-রুজির তাগিদে আমরা হকারি করি। আমাদের সন্তানরা হকার হোক সেটি আমরা চাই না। যারা দেশের টাকা লুটপাট করছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় না। অথচ মামলা দেওয়া হচ্ছে হকার-শ্রমিকদের বিরুদ্ধে।’

হকার নেতা আকতার হোসেন বলেন, ‘সমস্যার সমাধান না হলে নগর ভবন এবং মেয়রকে (দক্ষিণ সিটি) ঘেরাওয়ের মত কর্মসূচির চিন্তা করা হবে। আমরা রাস্তায় তীব্র আন্দোলনে যেতে চাই না। তার আগেই আমাদের ফুটপাতে বসার সুযোগ দিন।’

আন্দোলন ফুটপাত হকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর