Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এডিপি বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রগতি এ বছরে


১১ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৩৬

জোসনা জামান, স্টাফ করেসপন্ডেন্ট

বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) গত চার বছরের মধ্যে এবার সর্বোচ্চ বাস্তবায়ন হয়েছে বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রোববার সংস্থাটি এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি ৭ মাসে এডিপি বাস্তবায়ন হার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৩৫ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৩২ দশমিক ৪১ শতাংশ। তার আগে গত ২০১৫-১৬ অর্থবছরে এ হার ছিল ২৮ শতাংশ, ২০১৪-১৫ অর্থবছরে ছিল ৩২ শতাংশ এবং ২০১৩-১৪ অর্থবছরের ৭ মাসে বাস্তবায়ন হয়েছিল ৩১ শতাংশ।

এ প্রসঙ্গে জানতে চাইলে সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম সারাবাংলাকে বলেন, চলতি অর্থবছরে এডিপির বাস্তবায়ন অনেক ভালো। গত কয়েক বছরের তুলনায় এ হার বেশি। এটি ভাল লক্ষণ। বর্তমানে শুষ্ক মৌসুমে উন্নয়ন প্রকল্পগুলোর কাজ ব্যাপকভাবে এগিয়ে চলছে। অনেক প্রকল্প সমাপ্তও হবে। তাই আশা করছি শেষ পর্যন্ত এডিপির বাস্তবায়ন বৃদ্ধি পাবে।

আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের ৭ মাসে এডিপি বাস্তবায়নে অগ্রগতি অনেক বেশি। জুলাই থেকে জানুয়ারি মাস পর্যন্ত মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে ৫৪ হাজার ৭ শ ১৮ কোটি টাকা। সেটা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ বাস্তবায়ন। এর মধ্যে সরকারি তহবিল থেকে খরচ হয়েছে ২৮ হাজার ৬৭৭ কোটি টাকা, বৈদেশিক সহায়তা থেকে ২৩ হাজার ৩৩৬ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ৭০৬ কোটি টাকা।

গত অর্থবছরের একই সময়ে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছিল ৩৯ হাজার ৯ শ ৭৩ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২৫ হাজার ৮ শ ৯৯ কোটি, বৈদেশিক সহায়তা থেকে ১০ হাজার ৬ শ ৯ কোটি এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৩ হাজার ৪ শ ৬৫ কোটি টাকা।

এডিপি বাস্তবায়নে সবচেয়ে এগিয়ে থাকা ৭ মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে আছে, বিদ্যুৎ বিভাগ ৬৮ দশমিক ৩৫ শতাংশ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ৫৫ দশমিক ৩৯ শতাংশ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ৪৯ দশমিক ৯৬ শতাংশ, আইন ও বিচার বিভাগ ৪১ দশমিক শুন্য ৩ শতাংশ, স্থানীয় সরকার বিভাগ ৪০ দশমিক ৪৮ শতাংশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ৪০ দশমিক ১৭ শতাংশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ৪০ দশমিক ৪৩ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে।

অন্যদিকে এডিপি বাস্তবায়নে এখন পর্যন্ত সবচেয়ে পিছিয়ে থাকা ৭  মন্ত্রণালয় ও বিভাগ হচ্ছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ১ দশমিক ৭৩ শতাংশ, পররাষ্ট্র মন্ত্রণালয় ২ দশমিক ৩৯ শতাংশ, জন প্রশাসন মন্ত্রণালয় ৭ দশমিক ১৫ শতাংশ, শিল্প মন্ত্রণালয় ৭ দশমিক ৩৯ শতাংশ, তথ্য মন্ত্রণালয় ৭ দশমিক ৭৫ শতাংশ, জাতীয় সংসদস সচিবালয় ৮ দশমিক ৫২ শতাংশ এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ৯ দশমিক ১৮ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে।

সারাবাংলা/জেজে/এমআই


বিজ্ঞাপন
সর্বশেষ

এখনো সালমানকে মিস করেন মৌসুমী
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

সালমান শাহ্‌কে হারানোর ২৮ বছর
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৪

সম্পর্কিত খবর