ঠাকুরগাঁওয়ের রশিক লাল জিউ মন্দিরে ১৪৪ ধারা জারি
৪ অক্টোবর ২০১৯ ১৩:২৯
ঠাকুরগাঁও: দুই গ্রুপের সংঘর্ষের আশংকায় ঠাকুরগাঁও সদর উপজেলার রশিক লাল জিউ মন্দিরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এ আদেশ দিয়েছেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলাব্রত কর্মকার।
আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান জানান, রশিক রায় জিউ মন্দিরের জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে অনুসারীদের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয়। এ ঘটনায় ইসকন ভক্তদের হামলায় ফুলবাবু রায় (৩৭) নামে এক স্থানীয় ব্যক্তি নিহত হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে উপজেলা প্রশাসন মন্দিরে সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়।
এদিকে গত বুধবার থেকে রশিক রায় জিউ মন্দিরের সনাতন ও ইসকন ধর্মাবলম্বীরা মণ্ডপে পূজার প্রস্তুতি নিতে থাকলে উত্তেজনা দেখা দেয়। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ১৪৪ ধারা জারির আদেশ দেয় জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলাব্রত কর্মকার বলেন, ‘ওই মন্দিরের জমি নিয়ে হিন্দু সম্প্রদায়ের দুই গ্রুপের মধ্যকার বিরোধ চলছে। ২০০৯ সালের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনারাবৃত্তি না ঘটে সেজন্য সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।’
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে মন্দির এলাকায়।’