Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব হাসি দিবস উদযাপন


৪ অক্টোবর ২০১৯ ২২:৫১

ঢাকা: হাসি ফুটুক সবার মনে, বিশ্ববাসী থাকবে সুখে এই শ্লোগানে ‘বিশ্ব হাসি দিবস-২০১৯’ উদযাপন করেছে হাস্য উজ্জ্বল ফোরাম (হাউফো) নামের এক সংগঠন। শুক্রবার (৪ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দিবসটি উপলক্ষে আনন্দ র‌্যালির আয়োজন করা হয়।

হাসি দিবসের আয়োজকেরা জানান, যে যত হাসবে পৃথিবীতে সে তত বাঁচবে। আপনি নিজে না হেসে অন্যের মুখে আগে হাসি ফোঁটান, তাহলে মন থেকে হাসি চলে আসবে। আমাদের সমাজে গরীব-দুঃখীদের কষ্ট দূর করতে পারলে তারা হাসবে। আর তারা হাসলে বিশ্বের মানুষরা হাসবে।

বিজ্ঞাপন

আয়োজকরা আরও জানান, আমাদের সংগঠন থেকে এ দিবসটা প্রতিবছর পালন করা হবে। এছাড়া দিবসটা আগামীতে জেলা ও উপজেলা পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে বলেও জানান তারা।

হাসি দিবস সম্পর্কে আয়োজকেরা বলেন, আপনারা নিজে হাসুন, অন্যকে হাসার জন্য উৎসাহিত করুন। সবার মুখে হাসি ফোটান, মন খুলে হাসুন।

হাউফোর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আল-আমিন শাওন এলএলবির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইাউফোর মহাসচিব ফাতেমা ইসলাম, সংগঠনের উপদেষ্টা মো. গনি মিয়া বাবুল, ও নুর অফরোজ বেগমসহ অনেকে।

দিবস বিশ্ব হাসি

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর