Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জে ম্যানার্ড বাংলাদেশ বেইস ক্যাম্প উদ্বোধন


৪ অক্টোবর ২০১৯ ২০:৪৬ | আপডেট: ৪ অক্টোবর ২০১৯ ২০:৫২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ম্যানার্ড বাংলাদেশ বেইস ক্যাম্পের উদ্বোধন হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার রূপসী এলাকায় এ বেইস ক্যাম্প উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

এ বেইস ক্যাম্প থেকে উপজেলার গন্ধর্বপুর এলাকায় নির্মাণাধীন ওয়াসার বিশুদ্ধ পানি বিতরণ প্রকল্প নির্মাণ কাজ পরিচালিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সবক্ষেত্রে এগিয়ে গেছে। দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করায় বিশ্বের বিভিন্ন দেশের মানুষ বাংলাদেশে এসে অর্থ বিনিয়োগ করছে। দেশের মানুষের কল্যাণের জন্য সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশ গ্রহণ করছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, ম্যানার্ড প্রকল্প ব্যবস্থাপক কিরিল টু‌সিন, আওয়ামী লীগ নেতা হা‌বিবুর রহমান হা‌বিবসহ অন্যান্যরা।

টপ নিউজ বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ম্যানার্ড বাংলাদেশ বেইস ক্যাম্প