Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের জলসীমা থেকে আরও ২৩ ভারতীয় জেলে আটক


৪ অক্টোবর ২০১৯ ২১:১৬

বাগেরহাট: অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরার সময় ২৩ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এসময় তাদের ব্যবহৃত এফবি স্বর্ণদ্বীপ ও এফবি আমৃথে নামে দু’টি ফিশিং ট্রলার জব্দ করা হয়।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে মামলা দায়ের করে তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়। বিএনএস মোংলা নৌঘাটির কর্মকর্তা এসএম ভূঁইয়া বাদী হয়ে আটক জেলেদের বিরুদ্ধে ১৮৯৩ সালের সামুদ্রিক মৎস্য অধ্যাদেশের ২২ ধারায় মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

সন্ধ্যায় তাদের বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে তোলা হলে বিচারক আসাদুল ইসলাম তাদের কারাগারে পাঠানো আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মোংলা বন্দর থেকে ৯০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে নৌবাহিনীর টহলরত জাহাজ ২৩ জনকে আটক করে। তাদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:
বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার, ১৫ ভারতীয় জেলে কারাগারে

ভারতীয় জেলে কারাগারে

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর