Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি ভিসি-প্রোভিসির অপসারণে দাবি ৫৮ শিক্ষকের


৪ অক্টোবর ২০১৯ ২১:৫১

দুর্নীতিবাজ, অসৎ এবং নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে উপাচার্য ও উপউপাচার্যের অপসারণের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)-র মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যাবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ৫৮ শিক্ষক এক প্রতিবাদ লিপিতে এ দাবি জানান।

ওই প্রতিবাদ লিপিতে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজ উদ্দিন সিনেট ভবনে আয়োজিত সেমিনারে ভিসি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ও জয় হিন্দ বলে বক্তৃতা শেষ করেন। পরে ভিসির পক্ষে জনসংযোগ প্রশাসক এক ধূর্ত ব্যাখ্যা গণমাধ্যমে সামনে হাজির করেন। যা প্রশাসনের দূরভিসন্ধি স্পষ্টভাবে প্রকাশিত। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এবং মহান মুক্তিযুদ্ধের সর্বাত্মক সহায়তাকারী প্রতিবেশি দেশ ভারতের রাজনৈতিক এবং সামরিক স্লোগান ‘জয় হিন্দ’ রাবি ভিসি কর্তৃক উচ্চারিত বাংলাদেশের রাষ্ট্র সত্ত্বার সঙ্গে সাংঘর্ষিক।

আরও উল্লেখ করা হয়, প্রো-ভিসি ড. জাকারিয়ার ফাঁস হওয়া ফোনালাপে স্পষ্ট বোঝা যাচ্ছে নিয়োগ বাণিজ্য নিমজ্জিত তিনি। এটি অত্যন্ত ন্যাক্কারজনক। বর্তমান প্রশাসনের বিরুদ্ধে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আর্থিক লেনদেনে যে জনরব চালু আছে তারই সত্যতা প্রমাণ। এ জাতীয় কর্মকাণ্ডে প্রগতিশীল শিক্ষক সমাজ গভীরভাবে উদ্বিগ্ন। রাবি ভিসি প্রফেসর ড. এম আব্দুস সোবহান ও প্রো-ভিসি চৌধুরী মো. জাকারিয়া সাম্প্রতিক বিবেকহীন আচরণ একই সঙ্গে নিয়োগ বাণিজ্যের তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রধানন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন প্রগতিশীল শিক্ষক সমাজ।

বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন- বিজ্ঞান অনুষদের সাবেক ডিন এবং প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এম মুনজুরুল ইসলাম, সাবেক লাইব্রেরি প্রশাসক ও বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ড. এম নজরুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক এম খলিলুর রহমান খান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক মোহা. সোলাইমান খান, আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষক মো. শাহরিয়ার পারভেজ, প্রাণ রসায়ন বিভাগের শিক্ষক সাখাওয়াত হোসেন, নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক গোলাম ফারুক সরকার, মোস্তাফিজুর রহমান, অর্থনীতি বিভাগের শিক্ষক ফজলুল হক, ফার্মাসি বিভাগের শিক্ষক একরামুল ইসলাম, সাবেক ছাত্র-উপদেষ্টা এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষক ড. মিজানুর রহমান, রসায়ন বিভাগের শিক্ষক তারিকুল হাসান, প্রাণরসায়ন বিভাগের শিক্ষক জাহাঙ্গীর আলম সাউদ, এ এস এম কামরুজ্জামান, মোসা. শামসুন নাহার, এ জেড এম তৌহিদুল ইসলাম, সাবেক ডিন ও আইন ভূমি প্রশাসনের সভাপতি ড. বিশ্বজিৎ চন্দ্র, ড. আলী আসগর, ড. সুলতান মাহমুদ রানা, আসাবুল হক, ড. সরকার সুজিত কুমার, সাবেক প্রক্টর ড. মজিবুল হক আজাদ, মামুনুর রশিদ তালুকদার, সুলতান-উল-ইসলাম, ড. নাসিমা আখতার, ড. জিন্নাত আরা বেগম, আসিত রায়, ড. দুলাল চন্দ্র রায়, ফজলুল করিম, মোস্তফা তারিখুল আহসান, সৈয়দ মুহাম্মদ আলী রেজা, নূরুল এম চৌধুরী ও ড. এ কে এম আসাদুজ্জামান।

এর আগে বৃহস্পতিবার ভিসি ও প্রোভিসির অপসারণ চেয়ে ‘স্বাধীনতাবিরোধী ও দুর্নীতিবাজ প্রশাসনের অপসারণ চাই’ শিরোনামে দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজের ব্যানারে মানববন্ধনের আয়োজন করে প্রগতিশীল শিক্ষকের একাংশ। সেখানে পূজার ছুটির পরে ভিসি প্রো-ভিসি অপসারণ না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচির ঘোষণা দেন তারা।

প্রোভিসি ভিসি রাবি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর