Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি ৭৮, ঢাকার বাইরে ২৪৮ জন


৫ অক্টোবর ২০১৯ ০২:৫৩

ঢাকা: ২৪ ঘণ্টার হিসেবে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৬ জন ডেঙ্গু রোগী। এরমধ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ৭৮ জন এবং ঢাকার বাইরে ২৪৮ জন রোগী ভর্তি হন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৮ টা পর্যন্ত এ হিসেব করা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এসব তথ্য জানান।

এছাড়া বর্তমানে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪৯৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৯০১ জন রোগী।

ডা. আয়শা আরও জানান, এ বছরের ৪ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৮৯ হাজার ৩৪৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৭ হাজার ৭১৩ জন। অর্থাৎ এখন পর্যন্ত ৯৮ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ১৩ জন, এসএমসি ও মিটফোর্ড হাসপাতালে ১৯ জন, ঢাকা শিশু হাসপাতালে ২ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ভর্তি হয়েছেন।

এছাড়াও বিএসএমএমইউতে ৬ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ১ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৮ জন রোগী ভর্তি হয়েছেন।

অন্যদিকে ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২০ জন রোগী।

পাশাপাশি ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ৪১ জন, চট্টগ্রাম বিভাগে ২২ জন ও খুলনা বিভাগে ১২৪ জন, রংপুর বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ২২ জন, বরিশাল বিভাগে ২৯ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরে এখন পর্যন্ত সম্ভাব্য ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২৩৬ জনের মৃত্যুর খবর পেয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এর মধ্যে ডেঙ্গুতে মৃত্যু পর্যালোচনা কমিটি ১৩৬টি মৃত্যু পর্যালোচনা করেছে। তার মধ্যে ৮১ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে।

২৪ ঘণ্টার প্রতিবেদন ডেঙ্গু ডেঙ্গু রোগী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর