Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা নভেম্বরে


৫ অক্টোবর ২০১৯ ১৪:০৩

ঢাকা: আসছে নভেম্বরের মাঝামাঝিতে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা হতে পারে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। শনিবার (৫ অক্টোবর) সারাবাংলাকে এ বিষয়ে বলেন, অক্টোবরের শেষ দিকে লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ করার পরিকল্পনা করছে কর্ম কমিশন।

মোহাম্মদ সাদিক বলেন, ‘৪০তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে চাই। আমরা সবসময়ই পরীক্ষার্থীদের পক্ষে কাজ করি। এই লক্ষ্যে নভেম্বরের মাঝামাঝি সময়ে লিখিত পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। আমার এখন পরীক্ষার কেন্দ্র যাচাই করছি। একইসঙ্গে পরীক্ষকরা প্রশ্নপত্রও প্রস্তুত করছেন। সব কিছু ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি সময়ে লিখিত পরীক্ষা হবে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন-৪০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, পাস ২০২৭৭

৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয় গত জুলাই মাসে। এতে অংশে নেওয়া ৩ লাখ ২৭ হাজার চাকরী প্রার্থীর মধ্যে মাত্র ২০ হাজার ২৭৭ জন উত্তীর্ণ হয়েছেন প্রাথমিক বাছাইয়ে।

এবার নিজেদের সক্ষমতা প্রমাণের জন্য উত্তীর্ণদেরকে বসতে হবে লিখিত পরীক্ষায়।

পিএসসির রেকর্ড অনুযায়ী, দেশের ইতিহাসে সবচেয়ে বেশি চাকরীপ্রার্থীর আবেদন করেন ৪০তম বিসিএসে।এই বিসিএসে ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় পিএসসির অধীনে এত সংখ্যক আবেদন আগে কখনও জমা পড়েনি।

৪০ তম বিসিএসের মাধ্যমে মোট ১ হাজার ৯ শ ৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। যার মধ্যে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

৪০তম বিসিএস পাবলিক সার্ভিস কমিশন পিএসসি পিএসসি চেয়ারম্যান বিসিএস মোহাম্মদ সাদিক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর