Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তীব্র স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত


৫ অক্টোবর ২০১৯ ১৫:৪৩

মানিকগঞ্জ: মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিঘাট পারের অপেক্ষায় আটকে আছে যানবাহন। পদ্মায় পানিবৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্রোতের কারণে সীমিতভাবে যানবাহন নিয়ে ফেরি চলাচল করছে। ফলে শনিবার (৫ অক্টোবর) সকাল থেকেই পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বাড়ছে। পারের অপেক্ষায় রয়েছে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসসহ ৫শতাধিক যানবাহন।

বিজ্ঞাপন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ম্যানেজার জিল্লার রহমান জানান, গত এক সপ্তাহ ধরে পদ্মায় পানি বাড়ার সঙ্গে দেখা দিয়েছে তীব্র স্রোত। ফলে ফেরিগুলোর চলাচল মারাত্মক ব্যহত হচ্ছে। স্রোতের কারণে পাটুরিয়া থেকে ছেড়ে যাওয়া ফেরিগুলো দৌলতদিয়া ফেরিঘাটে ভিড়তে হিমসিম খাচ্ছে। এই নৌ-রুটের ১৬টি ফেরির মধ্যে মাত্র ৪ থেকে ৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করাতে হচ্ছে।

পাটুরিয়া-দৌলতদিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর