Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুর্নীতির সঙ্গে আপস নয়’— খালেদার জামিন প্রসঙ্গে তথ্যমন্ত্রী


৫ অক্টোবর ২০১৯ ১৯:০৯

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের আবেদনের বিরোধিতা না করলে দুর্নীতির সঙ্গে আপস করা হবে বলে মনে করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (০৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের প্রথম সিনেপ্লেক্স ‘সিলভার স্ক্রিন’ আয়োজিত ‘বাংলাদেশের চলচ্চিত্র শিল্প এবং বিশ্বায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

সম্প্রতি বিএনপিপন্থী আইনজীবীরা বেগম খালেদা জিয়ার জামিনের আবেদনের বিরোধিতা না করতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের প্রতি আহ্বান জানান। এর প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘বেগম খালেদা জিয়া যখন জামিন চান, এ ধরনের মামলায় রাষ্ট্রপক্ষের দায়িত্ব হচ্ছে জামিনের বিরোধিতা করা। সেটি যদি করা না হয় তাহলে তো সেখানে দুর্নীতির সাথে আপস করা হয়। বিএনপির পক্ষ থেকে যে দাবিটা করা হচ্ছে, তা হলো দুর্নীতির সাথে যেন রাষ্ট্রপক্ষ আপস করে। এটা করা তো সম্ভব নয়।’

‘শুধু এটুকু বলব খালেদা জিয়ার মুক্তির বিষয়টি একেবারেই আদালতের এখতিয়ার। দুর্নীতির সাথে আপস বা তাদের আবদার রক্ষার সুযোগ নেই।’- বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘রাষ্ট্রপক্ষ দুর্নীতির বিরোধিতা করলেও কিংবা দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি হলেও আদালত যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। নানাদিক বিবেচনায় নিতে পারেন। সেটি হচ্ছে আদালতের এখতিয়ার। আদালত কী করবে সেটা কিন্তু আমি বলতে পারব না।’

আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে কারাগারে আছেন। এতিমখানার জন্য যে টাকা বাইরে থেকে এসেছে, এতিমখানা নির্মাণ না করে সে টাকা তিনি তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। সে কারণে সমস্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আইনি প্রক্রিয়ায় তার শাস্তি হয়েছে।’

বিজ্ঞাপন

খালেদা জিয়ার জামিনের বিষয়ে বিএনপি নেতাদের নানামুখী বক্তব্যের সমালোচনাও করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘তারা কখনও বলেন আইনি প্রক্রিয়ায় মুক্ত করা হবে। আবার বলেন, রাষ্ট্রপক্ষ যেন বিরোধিতা না করে। আবার বলেন যে, আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। আমার মনে হয়, খালেদা জিয়ার মুক্তি তাদের আসল উদ্দেশ্য নয়। তারা শুধু এটা নিয়ে রাজনীতি করতে চান।’

ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর