Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্পূর্ণ আইনহীন সমাজের দিকে আমরা এগিয়ে যাচ্ছি: শাহদীন মালিক


৫ অক্টোবর ২০১৯ ১৯:১৬

ঢাকা: আমরা সম্পূর্ণভাবে একটি আইনহীন সমাজের দিকে এগিয়ে যাচ্ছি বলে উদ্বেগ প্রকাশ করেছেন করেছেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক। শনিবার (৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজিত জোরপূর্বক গুম বিষয়ে বাংলাদেশের বাস্তবতা ও জাতিসংঘের সুপারিশ শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন।

শাহদীন মালিক বলেন, “আমাদের উদ্বেগের জায়গা হচ্ছে আমরা টোটালি ল’লেস স্যোসাইটির দিকে এগুচ্ছি। যেখানে কোনো আইন নেই, আমাদের নিরাপত্তা থাকবে না। অন্যায়-অপরাধ হলে যেখানে আইন অনুযায়ী কোনো বিচার হবে না, আমরা কিন্তু প্রত্যেক দিন সেদিকে এগিয়ে যাচ্ছি।’

বিজ্ঞাপন

যেসব দেশে ৮০’র দশকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুম শুরু হয়েছিল সেসব দেশগুলোর দিকে ইঙ্গিত করে এই আইনজীবী বলেন, “এখন ট্রাম্পের সবচেয়ে বড় মাথাব্যথা হচ্ছে সেন্ট্রাল আমেরিকা থেকে জনগণের আমেরিকায় চলে আসা। হন্ডুরাস, গুয়েতেমালা, নিকারাগুয়ে এসব দেশ থেকে হাজার হাজার, লাখ লাখ লোক আমেরিকায় আসতে চাইছে। আর ট্রাম্প তাদের ঠেকানোর চেষ্টা করছে। ৮০’র দশকে এসব দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছিল, এরই ফল হচ্ছে এগুলো।”

তিনি আরও বলেন, “৮০’র দশকে সেন্ট্রাল আমেরিকার দেশগুলোর লোকজনও বলেছিল, দেশের বিচার নেই, কিছু অপরাধীকে সরিয়ে দিলে অপরাধ দূর হয়ে যাবে। তবে বাস্তবতা হচ্ছে কোনো সমাজ এ পথে গিয়ে অপরাধ দূর করতে পারেনি বরং সেক্ষেত্রে পুরো সমাজটাই অপরাধপ্রবণ হয়ে গেছে।”

ক্যাসিনো ব্যবসা পুলিশের নাকের ডগায় হচ্ছে, অথচ পুলিশ বলছে তারা জানে না উল্লেখ করে শাহদীন মালিক বলেন, ‘চারদিকে দুর্নীতি হচ্ছে। এসব পচন শুরু হয়েছে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম দিয়ে। যে সমাজ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুম অপরাধ দমন করতে চায় সে সমাজের প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে পড়তে বাধ্য। এখন আমরা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে চলে এসেছি।’

বিজ্ঞাপন

নারীপক্ষের আহ্বায়ক শিরিন হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সি আর আবরার, আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলসহ অন্যরা।

গুম বিচারহীন সমাজ শাহদীন মালিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর