‘দুর্নীতিবিরোধী অভিযানে প্রধানমন্ত্রীর পাশে আছি’
৫ অক্টোবর ২০১৯ ২২:১৪
চট্টগ্রাম ব্যুরো: দুর্নীতির বিরোধী চলমান অভিযানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার ঘোষণা দিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটি। শনিবার (৫ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে শক্তিশালী অবস্থান সেটার বহিঃপ্রকাশ অবৈধ ক্যাসিনো, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান। এ ধরনের অভিযান জেলা ও উপজেলা পর্যায়েও জোরদার করা দরকার। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন সেটা খুবই ইতিবাচক। সঠিকভাবে এ অভিযান চললে দেশে অপরাধ ও দুর্নীতি কমে আসবে। কিন্তু চলমান অভিযানকে বিতর্কিত করার জন্য কিছু দুর্নীতিবাজ ব্যক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, যেকোনো চক্রান্তের বিরুদ্ধে আমরা জনগণকে সঙ্গে নিয়ে রুখে দাঁড়াব। আমরা প্রধানমন্ত্রীর পাশে আছি।’
সংগঠনের চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াসিকা আয়শা খান, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমেদ, মুক্তিযোদ্ধা অমল মিত্র, মুক্তিযোদ্ধার সন্তান সরওয়ার আলম চৌধুরী মনি, কাজী রাজেশ ইমরান, ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল প্রমুখ।
দুর্নীতিবিরোধী অভিযান প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড