Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ-বিহারি সংঘর্ষের ঘটনায় দুই মামলা


৬ অক্টোবর ২০১৯ ০১:২২ | আপডেট: ৬ অক্টোবর ২০১৯ ০২:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বিদ্যুৎ না থাকাকে কেন্দ্র করে পুলিশ-বিহারি সংঘর্ষের ঘটনায় মোহাম্মদপুর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) রাতে পুলিশ বাদী হয়ে এই দুই মামলা করে। তেজগাঁও বিভাগের উপ কমিশনার আনিসুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আনিসুর রহমান বলেন, ২৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। এছাড়া বিশেষ ক্ষমতা আইনে আরও একটি মামলা হয়েছে।

বিহারি ক্যাম্পে সংঘর্ষ, চোখ গেল মেকানিকের

ঘটনার সময় আটক ১০ থেকে ১২ জনের মধ্য থেকে এখন পর্যন্ত ওই মামলায় ৬ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকিদের যাচাই-বাছাই চলছে। এছাড়া ওই মামলায় অজ্ঞাত হিসেবে অনেকে আছেন।

বিজ্ঞাপন

এর আগে শনিবার দুপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পে অবস্থানরত বিহারি ও স্থানীয় কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। ঘটনায় পুলিশের রাবার বুলেটে রকি নামের এক যুবকের এক চোখ নষ্ট হয়ে যায়।

টপ নিউজ বিহারি ক্যাম্প সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর