বগুড়ার নন্দীগ্রামে দেখা মিলল হনুমানের
৬ অক্টোবর ২০১৯ ০৫:১৪
বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে হঠাৎ এক হনুমানের আগমন ঘটেছে। উপজেলার রণবাঘা এলাকায় এ হনুমান দেখা যায়। জানা গেছে, গত ৪ দিন ধরে হনুমানটি বিচরণ করছে। এলাকার লোকজন হনুমানটি দেখতে ভিড় জমাচ্ছে। হনুমানটি এখন পর্যন্ত কারও কোনো ক্ষতি করেনি।
স্থানীয়রা বলছে, গত বুধবার প্রথমে নাটোর জেলার সিংড়া উপজেলার সীমান্তবর্তী কৈগাড়ী গ্রামে হনুমানটিকে দেখা যায়। পরে নন্দীগ্রাম উপজেলার মুথরাপুর গ্রামে আসে এটি। এরপর শনিবার সকালে রণবাঘা বাজারে আসে। সেখানে এ হনুমান ছুটে বেড়ায়। কখনো গাছের মগডালে আবার কখনো বাড়ির ছাদে। আবার কারও ঘরের টিনের চালে উঠে।
হনুমানটিকে একনজর দেখতে অংসখ্য উৎসুক জনতা পিছু ছুটে। মানুষের অতিরঞ্জন দেখে হনুমানটি কিছুটা অস্বস্তি বোধ করে। বেশ কয়েকদিন ঠিকমতো খাবার না পেয়ে অনেকটা দুর্বল হয়ে পড়েছে হনুমানটি। তবে মাটিতে নেমে আসলে অনেকেই এটিকে কলা ও বিস্কুট খেতে দেয়।
এলাকাবাসীর ধারণা, ফলের গাড়িতে ফল খেতে খেতে অথবা যশোর থেকে দলছুট হয়ে চলে এসেছে এ হনুমানটি। খাবার সমস্যার কারণে লোকালয়ে খাবারের সন্ধানেও আসতে পারে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিউল আলম বলেন, এ এলাকায় হনুমান আসার কথা শুনেছি। হনুমানটি উদ্ধারে বন্যপ্রাণী বিভাগকে অবহিত করা হয়েছে। এরপূর্বে নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েলের বাসার ছাদে হঠাৎ হনুমানের আগমন হয়েছিল। সেখানেও উৎসুক জনতার ভিড় করেছিল।