Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তর প্রদেশে ক্লাসরুমে ধূমপান করে শিক্ষক বরখাস্ত


৬ অক্টোবর ২০১৯ ০৯:১৫ | আপডেট: ৬ অক্টোবর ২০১৯ ০৯:১৮

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লাসরুমে ধূমপান করার ভিডিও ছড়িয়ে পড়ায় চাকরি থেকে বরখাস্ত হয়েছেন এক শিক্ষক। শনিবার (৫ অক্টোবর) ভারতের উত্তর প্রদেশের সীতাপুর প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবরে জানিয়েছে এএনআই।

এই ভিডিওতে দেখা যায় ক্লাসরুম ভর্তি প্রাথমিকের শিক্ষার্থীদের সামনে ওই শিক্ষক বিড়ি জ্বালানোর চেষ্টা করছেন।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অজয় কুমার এএনআইকে জানান, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ধূমপানের ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পর আমি বিভাগীয় শিক্ষা কর্মকর্তাদের ওই স্কুলে পাঠাই। তারা ওই শিক্ষকের পরিচয় নিশ্চিত করলে, আমি তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিই’।

তিনি আরও বলেন, যেহেতু শিক্ষার্থীদের ওপর শিক্ষকের প্রভাব অপরিসীম, তাই তাদের উচিত ধূমপান থেকে বিরত থাকা। আর ক্লাসরুমের ভেতরে ধূমপানের ঘটনা তো কোনোভাবেই সমর্থন করা যায় না। ভবিষ্যতে এ ধরণের কর্মকান্ডে আরও কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

উত্তর প্রদেশ ক্লাসরুম টপ নিউজ ধূমপান বরখাস্ত ভারত শিক্ষক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর