সম্রাটকে সঙ্গে নিয়ে তার অফিসে অভিযানে র্যাব
৬ অক্টোবর ২০১৯ ১৪:০৩
ঢাকা: কাকরাইলে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের অফিসে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে র্যাব হেফাজতে থাকা সম্রাটকে রোববার (৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কাকরাইলে নেওয়া হয়।
দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢোকেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে একটি দল। এ সময় র্যাবের গাড়ি থেকে সম্রাটকে নামিয়ে হেলমেট পরিয়ে কার্যালয়ের ভেতরে নেওয়া হয়।
সম্রাটের কার্যালয়ে অভিযান উপলক্ষে বিপুল সংখ্যক র্যাব সদস্য ও গোয়েন্দা পুলিশের সদস্যরা নিয়োজিত রয়েছেন।
রাজধানীতে ক্যাসিনো ব্যবসায় সম্পৃক্ততার অভিযোগে যুবলীগ নেতা সম্রাটকে রোববার (৬ অক্টোবর) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের কুঞ্জশ্রীপুর গ্রাম থেকে আটক করা হয়। ৯ দিন আগে ঢাকা থেকে পালিয়ে কুমিল্লায় আত্মগোপনে ছিলেন এই নেতা।
কুমিল্লা সীমান্ত দিয়ে সম্রাট ভারতে পালিয়ে যেতে একাধিবার চেষ্টা করেছিলেন বলে র্যাব সূত্রে জানা গেছে।