Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলার যুব প্রশিক্ষণ কেন্দ্র: ডিডি-ডিপিসি’র যোগসাজশে চলছে হরিলুট


৭ অক্টোবর ২০১৯ ০৮:০৬ | আপডেট: ৭ অক্টোবর ২০১৯ ০৮:০৮

ভোলা: জেলার যুব উন্নয়ন অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ডিডি) জাহাঙ্গীর উদ্দিন আহমেদ ও যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর (ডিপিসি) মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। পাশাপাশি সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছেমতো প্রতিষ্ঠান পরিচালনা করা, বরাদ্দকৃত অর্থের প্রায় বিশ লাখ টাকা আত্মসাতের অভিযোগও তুলেছেন প্রশিক্ষণার্থীরা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট দুই কর্মকর্তা।

বিজ্ঞাপন

ওই দুর্নীতিবাজ দুই কর্মকর্তার বরখাস্তের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন প্রশিক্ষণার্থীরা। লিখিত অভিযোগে তারা বলেন, ভোলা সদর উপজেলার বাংলাবাজার যুব প্রশিক্ষণ কেন্দ্রে গবাদি পশু, হাঁস-মুরগি, মৎস্য ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্সে ২০১৮-১৯ অর্থ বছরে চার বারে প্রায় ২৪০ জন প্রশিক্ষণার্থী ভর্তি করা হয়। বর্তমান কোর্সে ৬০জন প্রশিক্ষণার্থী ভর্তি হয়েছেন। এসব প্রশিক্ষণার্থীদের ভর্তির পর হোস্টেলে রেখে হাতে-কলমে পশু, হাঁস-মুরগি, মৎস্য ও কৃষি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার নিয়ম রয়েছে।

বিজ্ঞাপন

সরকার একজন শিক্ষার্থীর বাবদ দৈনিক ১০০ টাকা বরাদ্দ করেছে। তিন মাস প্রশিক্ষণে একজন প্রশিক্ষণার্থীদের পেছনে সরকার ৯ হাজার টাকা ব্যয় করছে। ১২ মাসে ৩৬ হাজার টাকা ব্যয় করছে। বছরে গবাদি-পশু-হাঁস মুরগি ট্রেডের শিক্ষার্থীদের খাবার বাবদ প্রায় ৮৬ লাখ টাকা বরাদ্দ আসছে। কিন্তু প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর মো. জহিরুল ইসলাম প্রশিক্ষণার্থীদের হোস্টেলে না রেখে, খাবার খরচ না দিয়ে ওই টাকা লোপাট করেছে বলেন জানান ভুক্তভোগীরা।

তারা আরও অভিযোগ করে বলেন, “প্রশিক্ষণকেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. জহিরুল ইসলাম ভর্তির পরপরই ক্লাস ও হোস্টেলের হাজিরা খাতায় একসঙ্গে ৩ মাসের হাজিরা স্বাক্ষর নিয়ে নেয়। তারপরে বলেন, ‘ক্লাশ না করে, হোস্টেলে না থেকে পরীক্ষায় অংশ নিলেই চলবে।’ এরপরেও কেউ হোস্টেলে থাকতে চাইলে তার সঙ্গে ওই কো-অর্ডিনেটর খারাপ ব্যবহার করেন। অধিকাংশ সময় রান্না হয় না, বাথরুমে পানি থাকে না। বিদ্যুৎ থাকে না। রান্না হলেও ডাল-ভাত ছাড়া কিছু হয় না। চরম অত্যাচার করে হোস্টেল ছাড়ার জন্য।”

হোস্টেলের দায়িত্বে একজন হোস্টেল সুপার রাখার কথা থাকলেও কো-অর্ডিনেটর নিজেই দায়িত্ব ধরে রেখেছেন। ব্যবহারিক ক্লাশের জন্য (গবাদি পশু, হাঁস-মুরগি, মৎস্য ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ) একটি আবর্তক ফান্ড রয়েছে। সে ফান্ডের আয়-ব্যয়ের কোনো হিসাব নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আনোয়ার, সিরাজ ও মমিনসহ একাধিক প্রশিক্ষণার্থী ও যুব প্রশিক্ষণকেন্দ্রে কর্মরত শিক্ষকরা বলেন, ‘তিন মাসে তিন বার পরীক্ষা নেওয়া হয়। ক্লাসে উপস্থিত না হলেও অনুপস্থিত শিক্ষার্থীকে মোবাইলে ডেকে এনে অবাধ নকল করে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয় টাকার বিনিময়ে। প্রশিক্ষণের নামে প্রতারণা করে অর্থ-লোপাটের সঙ্গে জড়িত উপ-পরিচালক জাহাঙ্গীর উদ্দিন আহমদ ও ডেপুটি কো-অর্ডিনেটর জহিরুল ইসলাম। তাদের অনিয়মের প্রতিবাদ করলে শিক্ষকদের বেতন আটকে দেওয়া হয়।’

এদিকে এ ঘটনায় সাংবাদিকদের তথ্য দেওয়া ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করায় মো. আনোয়ার, মো. সিরাজ ও মো. মমিনকে বহিষ্কার করেছেন ওই ডেপুটি কো-অর্ডিনেটর জহিরুল ইসলাম।

শিক্ষকরা আরও অভিযোগ করেন, বর্তমানে দুইজন শিক্ষকের বেতন আটকে রেখেছেন ডেপুটি কো-অর্ডিনেটর। তার অনৈতিক প্রস্তাব মেনে না নেওয়ায় এবং ঢাকায় কর্মকর্তাদের কাছে অভিযোগ দায়ের করার এ বিল আটকে রাখা হয়েছে। মৎস্য ট্রেডের শিক্ষক মো. মতিউর রহমান বলেন, “প্রশিক্ষণার্থীদের অভিযোগের সঙ্গে আমি একমত। তাদের সব অভিযোগ সত্য। ডিডি ও ডিপিসি’র অনিয়মের প্রতিবাদ করায় তারা আমার বেতন বন্ধসহ আমাকে বিভিন্নভাবে হয়রানি করেছে।”

সরেজমিনে দেখা যায়, হোস্টেলে বর্তমানে মাত্র ৫ জন শিক্ষার্থী আছেন। ক্লাসে কোনো হাজিরা খাতা নেই। হাজিরা দেখতে চাইলে খাতা দেখাতে রাজি হননি কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর জহিরুল ইসলাম। একইসঙ্গে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সরকারি নিয়ম-নীতির মধ্যে অর্থ-আত্মসাতের সুযোগ নেই।’

তিনজনকে বহিষ্কারের বিষয়ে তিনি বলেন, ‘প্রতিষ্ঠানের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওই প্রশিক্ষণার্থীদের বহিষ্কার করা হয়েছে।’ তবে তারা কি অপরাধ করেছিল সে বিষয়ে ডেপুটি কো-অর্ডিনেটর বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

এসব বিষয়ে জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক জাহাঙ্গীর উদ্দিন আহমদ বলেন, ‘আমি ওই প্রতিষ্ঠানের কোনো দায়িত্বে নেই। ওই প্রতিষ্ঠান তাদের মতো করে চলে। আমার কোনো ক্ষমতা নেই তাদের পরিচালনা করার, তাই কোনো অনিয়মের সঙ্গে আমি জড়িত নই।’

ভোলা হরিলুট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর