ক্যাসিনো চক্রের বিরুদ্ধে এবার মাঠে দুদক
৭ অক্টোবর ২০১৯ ১১:৪৪
ঢাকা: দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ক্যাসিনোর মাধ্যমে যারা অবৈধ সম্পদ গড়ে তুলেছেন, তাদের ১৫ থেকে ২০ জনের নামের তালিকা আমাদের হাতে এসেছে। ইতোমধ্যে দুদক তাদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে।
সোমবার (৭ অক্টোবর) দুদক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‘ক্যাসিনোবিরোধী অভিযানে দুদকের ভূমিকা কী?’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘ক্যাসিনো ব্যবসা দুদক আইনের তফসিলভুক্ত অপরাধ নয়। তবে এই ব্যবসার মাধ্যমে যে বা যারা জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করেছেন তাদের বিষয়টি দুদক আইনের তফসিলভুক্ত অপরাধ হওয়ায় কমিশন এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে।’
‘কতজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয়েছে?’- এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘১৫ থেকে ২০ জনের বিষয়ে গণমাধ্যম, দুদকের নিজস্ব গোয়েন্দা তথ্য এবং অন্যান্য সংস্থা থেকে তথ্য পাওয়া গেছে। তাদের বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে।’
ওই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বিষয়ে তিনি আরও বলেন, ‘আমরা আইনি পথে চলতে চাই। অনুসন্ধানকারী কর্মকর্তা যদি মনে করেন, জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন তা হলে তা করবেন। প্রয়োজনে জেলগেইটে জিজ্ঞাসাবাদ করা হবে।’
অপর এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘কোনো ব্যক্তি বা কোনো বিশেষ পেশা দুদকের নিকট মুখ্য নয়। দুদকের বিচার্য বিষয় হচ্ছে দুর্নীতি হয়েছে কিনা এবং তা কমিশন আইনের তফসিলভুক্ত অপরাধ কিনা। যদি অপরাধটি কমিশন আইনের তফসিলভুক্ত হয়, তাহলে সে যেই হোক তাকে ন্যূনতম ছাড় দেবে না কমিশন।