Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিপ ব্রেকিং ইয়ার্ডে মাথায় লোহার পাত পড়ে শ্রমিকের মৃত্যু


৭ অক্টোবর ২০১৯ ১৩:৫৯

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শিপ ব্রেকিং ইয়ার্ডে মাথায় লোহার পাত পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৬ অক্টোবর) মধ্যরাতে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে এইচ এম শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘট। নিহত রবিউল ইসলামের (২১) বাড়ি জামালপুর জেলার ইসলামপুর গ্রামে। তার বাবার নাম হায়াত ফকির।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ সারাবাংলাকে জানান, মধ্যরাতে ইয়ার্ডটিতে শ্রমিকরা পুরনো জাহাজ কাটায় নিয়োজিত ছিল। এসময় লোহার একটি পাত রবিউলের মাথায় এসে পড়লে সে গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সোমবার (৭ অক্টোবর) ভোর সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়।

শিপ ব্রেকিং ইয়ার্ড শ্রমিকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর