Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরাকে সরকারবিরোধী আন্দোলনে আরও ১৫ জনের মৃত্যু


৮ অক্টোবর ২০১৯ ০৯:১৫ | আপডেট: ৮ অক্টোবর ২০১৯ ১০:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরাকী নিরাপত্তা বাহিনীর সাথে সরকারবিরোধী আন্দোলনকারীদের সংঘর্ষে নতুন করে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) ইরাকের স্বাস্থ্য বিভাগের বরাতে এ খবর জানিয়েছে স্পুটনিক নিউজ।

ইরাকের স্বাস্থ্য বিভাগের মতে, দেশটির সাদর শহরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও গুলি ছোঁড়ে।

এর আগে, ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় গত সপ্তাহে শুরু হওয়া এই আন্দোলনে মোট মৃতের সংখ্যা ১০৪। স্থানীয় ওয়াইদ নিউজ এজেন্সি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার পর রাতে আবার নতুন করে সংঘর্ষ সৃষ্টি হলে ১৫ জনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ইরাকে মানবাধিকার পরিস্থিতির পর্যবেক্ষক মুস্তাফা সাদুন জানিয়েছেন, এই আন্দোলন চলাকালে মোট ৪৫০ জনকে পুলিশ আটক করে। এর মধ্যে অর্ধেককে ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ করা যায় যে, সোমবার ( ৭ অক্টোবর) এই আন্দোলন ৭ম দিনে চলমান রয়েছে। কর্মসংস্থান সৃষ্টি, জনসেবার মানোন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে ইরাকের তরুণেরা এই আন্দোলন শুরু করে। কেন্দ্রীয় এবং দক্ষিণ ইরাকের অনেক অঞ্চলে কর্তৃপক্ষ ইন্টারনেট সরবরাহ বন্ধ রেখেছে।

ইরাক টপ নিউজ বাগদাদ মৃত্যু সরকার বিরোধী আন্দোলন সাদর