Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবরারের মৃতদেহ দেখতে ঢামেকে হাবিব উন নবী সোহেল


৭ অক্টোবর ২০১৯ ১৯:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পিটুনিতে নিহত আবরার ফাহাদের মৃতদেহ দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) যান বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় তিনি ঢামেক মর্গে আসেন।

হাবিব উন নবী খান এ সময় সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনা শুনে আমি স্তব্ধ। আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। কী কারণে তাকে জীবন দিতে হলো? এদেশের ১৬ কোটি মানুষকে অন্ধকারে রেখে কিছু চুক্তি করেছে তারা (আওয়ামী লীগ)। দেশের স্বার্থবিরোধী সেই চুক্তির প্রতিবাদ করতেই পারে মানুষ। আর বুয়েটের ছাত্ররা তো মেধাবী। তারা তো প্রতিবাদ করবেই।’

বিএনপির এ নেতা বলেন, ‘আবরার ফেসবুকে একটি পোস্ট করেছিল। সেই পোস্টে ওই সব চুক্তির অসঙ্গতি তুলে ধরেছিল। এ জন্য তাকে জীবন দিতে হবে? আমরা কোন দেশে বসবাস করছি। এটা তো খুনিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। যা ইচ্ছা তাই করছে।’

বিজ্ঞাপন

সোহেল বলেন, ‘আমার মনে হয় না পৃথিবীর কোনো অভিধানে এমন কোনো শব্দ আছে যেখানে এই ঘৃণ্য ও জঘন্য ঘটনার প্রতিবাদ জানানো যায়। আমাদের সব ছাত্রছাত্রীদের অনুরোধ জানাব, দল-মতের ঊর্ধ্বে উঠে এই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য।’

আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ও এ ঘটনায় যারা জড়িত তাদের সবাইকে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।

এক প্রশ্নের জবাবে সোহেল বলেন, ‘দেশে জনগণের সরকার নেই। খুনিদের সরকার, জঙ্গিদের সরকার এখন ক্ষমতা আঁকড়ে আছে। এই ঘটনা তার আরেকটি প্রমাল মিলল। একটির পর একটি ঘটনা ঘটেই যাচ্ছে। প্রতিটি ঘটনা আরেকটি ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য করা হচ্ছে।’

আবরার হত্যা বুয়েট সোহেল হাবিব-উন-নবী খান সোহেল

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর