Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অমেরিকার নেভির ভেতরে মাদকের ভূত


১২ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪২

সারাবাংলা ডেস্ক

জাপানে অবস্থিত মার্কিন নৌবাহিনীর কয়েকজন নাবিকের বিরুদ্ধে মাদক ব্যবহার ও চালানের অভিযোগ উঠেছে।  মার্কিন সপ্তম নৌবহরের একজন মুখপাত্রের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে সিএনএন।

নেভাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ সার্ভিস (এনসিআইএস) -এর তদন্তের খবরটি প্রথমে শুক্রবার ওয়ালস্ট্রিট জার্নালে প্রকাশিত হয়। ওয়ালস্ট্রিট বলছে, কমপক্ষে মার্কিন নৌবাহিনী এক ডজন সদস্য এ ঘটনার সঙ্গে জড়িত। তার ব্যবহার করা মাদকের তালিকায় এলএসডি’র মতো মাদকও রয়েছে।

ওয়ালস্ট্রিটের প্রতিবেদনে জানানো হয়েছে, আমেরিকান নেভির সন্দেহভাজন সদস্যদের বিষয়ে তদন্ত চলছে। তাদের কেউ কেউ এখন বিদেশে কর্মকরত আছে। যেসব জাপানির কাছে মাদক বিক্রি করার হতো তাদেরকেও তদন্তের আওতায় আনা হচ্ছে।

সপ্তম নৌবহরের জনসংযোগ কর্মকর্তা কমান্ডার ক্লে ডস জানিয়েছেন, মাদকের বিষয়ে তদন্ত চলছে।

তিনি আরও জানান, মাদকের বিষয়ে আমেরিকান আর্মি আপোষহীন। এ বিষয়ে তদন্ত চলছে তাই আমাদের এ বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না।

সারাবাংলা/এমএ

নৌবাহিনী মার্কিন

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর