ডিএনসিসি’তে দুদকের অভিযান, তাৎক্ষণিক হোল্ডিং সমস্যার সমাধান
৭ অক্টোবর ২০১৯ ২২:৫৮
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের দেওয়া হোল্ডিং নম্বর নিয়ে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর অভিযানে তাৎক্ষণিক হোল্ডিং সমস্যার সমাধানও মিলেছে।
সোমবার (৭ অক্টোবর) দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
প্রনব জানান, ডিএনসিসির হোল্ডিং নম্বর বিতরণে অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়েছে। দুদক অভিযোগ কেন্দ্রে (টোল ফ্রি হটলাইন ১০৬) এক ভুক্তভোগী অভিযোগ করেন, তিনি বেশ কিছুদিন আগে হোল্ডিং নম্বর পেতে আবেদন করলেও তাকে হোল্ডিং নম্বর না দিয়ে নির্ধারিত ফি-এর বাড়তি আদায়ের জন্য হয়রানি করা হচ্ছে। অভিযোগের পর তাৎক্ষণিক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আফরোজা হক খানের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম ডিএনসিসির জোন-৪, মিরপুর-১০ অফিসে অভিযান চালায়।
প্রনব আরও জানান, অভিযানে নথিপত্র যাচাই করে টিম জানতে পারে, প্রায় আড়াই মাস আগে অভিযোগকারীর আবেদন গ্রহণ করা হলেও তা প্রক্রিয়াকরণের কোনো না নিয়ে আটকে রাখা হয়েছে। দুদক টিমের অভিযানের ভিত্তিতে হোল্ডিং নম্বর সংক্রান্ত পত্র বিতরণের দায়িত্বে থাকা উপ-কর কর্মকর্তাকে গাফিলতির ব্যাখ্যা চেয়ে কৈফিয়ত তলব করা হয়।
এছাড়া টিমের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে অভিযোগকারীর আবেদনের নিষ্পত্তি করা হয় বলে জানিয়েছে দুদক।