Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তীব্র স্রোতে শিমুলিয়া–কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ


৮ অক্টোবর ২০১৯ ১৩:২৬

পদ্মা নদীতে স্রোতের গতি বৃদ্ধি এবং নাব্যতা সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সোমবার (৭ অক্টোবর) রাত সাড়ে আটটা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। মঙ্গলবার (৮ অক্টোবর) ঘাট এলাকায় ছোট বড় মিলিয়ে প্রায় ৫০০ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসির পক্ষ থেকে এজিএম (বাণিজ্য) জানিয়েছেন, চ্যানেলের মুখে প্রবেশ করার সময় স্রোতের চাপে ফেরি ঘুরে যাচ্ছে। এছাড়াও পলি বা বালু জমে পানি কমে যাওয়ায় ফেরি চালানো সম্ভব হচ্ছে না। ১২ টি ড্রেজার দিয়ে তারা ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছেন। কিন্তু বারবার চ্যানেলের সবকটি পয়েন্ট সিল্ড হয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

তবে, সীমিত আকারে ফেরি চালু করার চেষ্টা চালাচ্ছে বিআইডব্লিউটিসি।

চলাচল ফেরি বন্‌ধ বিআইডব্লিউটিসি শিমুলিয়া-কাঁঠালবাড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর