আবরার হত্যার প্রতিবাদে কুবিতে মোমবাতি প্রজ্বলন
৮ অক্টোবর ২০১৯ ২০:৪৪
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাতটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করে তারা।
মোমবাতি প্রজ্বলন শেষে শহীদ মিনার থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ একাত্মতা পোষণ করে। এসময় সমাবেশে আবরার হত্যার প্রতিবাদ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা বলেন, ‘আবরার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনের প্রথম শহীদ। নূর হোসেনের আত্মত্যাগের মধ্য দিয়ে যেমন এদেশ থেকে স্বৈরচারী সরকারের পতন হয়েছিল তেমনি আবরার ফাহাদের শহীদ হওয়ার মধ্যে দিয়ে এদেশ থেকে ভারতীয় আগ্রাসন দূর হবে।’
আবরারসহ পূর্ব থেকে যত হত্যাকাণ্ড ঘটেছে সবগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।