Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে বজ্রপাতে দুই রাখালের মৃত্যু


৯ অক্টোবর ২০১৯ ১৫:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলায় বজ্রপাতে দুই রাখালের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, বৈরী আবহাওয়ার মধ্যে তারা মাঠ থেকে গরু আনতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন।

বুধবার (৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বুড়িরচর ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন— আবুল কালাম (৫০) ও কামরুল ইসলাম (৪০)। তাদের বাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড় দেইল গ্রামে।

বুড়িরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া আলী মোবারক কল্লোল জানান, সকাল সাড়ে ১০টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। আবুল কালাম ও কামরুল ইসলাম সে সময় মাঠে গরু আনতে গিয়েছিল। হঠাৎ বজ্রপাতে তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়রা জানালে স্বজনরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে যায়।

বিজ্ঞাপন

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বজ্রপাত বজ্রপাতে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর