Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ার বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্তদল


১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:২৯

সারাবাংলা ডেস্ক

রাশিয়ার এএন-১৪৮ যাত্রীবাহী বিমানটির বিধ্বস্তের কারণ খুঁজতে অনুসন্ধান শুরু করেছে দেশটির তদন্ত দল। সোমবার রাজধানী মস্কোর বরফ আচ্ছন্ন এলাকায় অনুসন্ধান শুরু করেছে দলটি। এর আগে রবিবার (১১ ফেব্রুয়ারি) রাশিয়ার মস্কোর দমোদেদোভো বিমানবন্দর থেকে ৭১ যাত্রী নিয়ে উড্ডয়ন করে বিমানটি। এর কিছুক্ষণ পরেই রাডারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে বিমানটি বিধ্বস্ত হয়।

এক খবরে বিবিসি জানায়, সম্ভাব্য তিনটি কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে আবহাওয়াজনিত কারণ, বিমান নিয়ন্ত্রকদের বা মানব সৃষ্ট ভুল এবং যান্ত্রিক ত্রুটি। তবে সন্ত্রাসী হামলায় বিমানটি বিধ্বস্ত হতে পারে এমন কোন সম্ভাবনার কথা উল্লেখ করেননি কর্মকর্তারা।

দেশটির দুর্ঘটনা তদন্ত দফতরের মুখপাত্র ভেতলানা পেতরেনকো বলেছেন, বিমানটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে ওই এলাকা অনুসন্ধান করতে অন্তত এক দিন সময় লাগবে।

ফ্লাইট রেকর্ডারের তথ্য থেকে জানা গেছে, রাডার থেকে বিচ্ছিন্ন হওয়ার আগে কোন ধরনের সংকেত দেয়নি বিমানটি।

মস্কোর জরুরি সেবা বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, সারাতোভ এয়ার লাইনসের এএন-১৪৮ স্থানীয় বিমানটি ৬ জন ক্র ও ৭১ জন যাত্রী নিয়ে অরস্ক শহরের দিকে যাওয়ার সময় রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

দেশটির জরুরি সেবা বিভাগের একজন জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং সেখান থেকে কারও বেঁচে ফেরার সম্ভাবনা নেই।

জানাগেছে, বিমানটি মস্কো থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলের আরগুনোভো গ্রামের কাছে এসে নেমে যেতে শুরু করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইএ/এনএস

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর