রাজশাহীতে আখ ক্ষেত থেকে কঙ্কাল উদ্ধার
৯ অক্টোবর ২০১৯ ১৮:০১
রাজশাহী: রাজশাহীতে আখ ক্ষেত থেকে এক মরদেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। দেহের মাংস খসে কঙ্কাল হয়ে যাওয়ার কারণে সেটি চেনার উপায় ছিল না। কঙ্কালে জামা-কাপড়ের চিহ্নও ছিল না।
তবে কঙ্কালের পাশে থাকা স্যান্ডেল ও ছাতা দেখে পরিচয় শনাক্ত করেন রেজাউল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি জানান, ওই কঙ্কালটি তার ভাই দুলাল হোসেনের।
বুধবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে মহানগরীর উপকণ্ঠ কাটাখালীর একটি আখ ক্ষেত থেকে দুলালের কঙ্কালটি উদ্ধার করা হয়।
মৃত দুলাল বেলপুকুরের উত্তর কাজিপাড়ার মৃত সোবহান আলীর ছেলে।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘দুলাল প্রায় ১৫ দিন আগে নিখোঁজ হয়েছিলেন। তার রেজাউল ইসলাম শনাক্ত করেছে। এর আগেও বেশ কয়েকবার নিখোঁজ হয়েছিল দুলাল। আখের ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় নেশা জাতীয় বিভিন্ন জিনিস পাওয়া যায়।
বিকেলে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আখ ক্ষেত কঙ্কাল কঙ্কাল উদ্ধার রাজশাহী রাজশাহী মেডিকেল কলেজ রামেক