ভারত ভ্রমণে অসুস্থ হলে সহজে চিকিৎসাসেবা পাবে বাংলাদেশিরা
৯ অক্টোবর ২০১৯ ১৯:০৭
ঢাকা: ভারতে বেড়াতে বা ভ্রমণে গিয়ে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাসেবার জন্য বাংলাদেশি কোনো নাগরিককে এখন থেকে আর ভিসা জটিলতা পোহাতে হবে না। সহজেই মিলবে চিকিৎসাসেবা।
বুধবার (৯ অক্টোবর) ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
ওই বার্তায় বলা হয়, বৈধ ভিসায় ভারতে ভ্রমণকারী কোনো বাংলাদেশি নাগরিক ভারতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়লে, তাকে ভারতীয় হাসপাতালে ভর্তির জন্য প্রাথমিক ভিসাকে মেডিকেল ভিসায় রূপান্তর করার প্রয়োজন হবে না।
এছাড়া বলা হয়েছে, কোনো বিদেশি নাগরিক ভারতে প্রবেশের আগে থেকেই আক্রান্ত এমন রোগের (অংগ প্রতিস্থাপন ছাড়া) ইনডোর মেডিকেল ট্রিটমেন্ট প্রাথমিক ভিসাতেই করতে পারবেন।